যুক্তরাষ্ট্রে একদিনেই করোনায় আক্রান্ত ৬০ হাজার

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। তেমনি যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। দেশেটিতে সবশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৬০ হাজার নতুন আক্রান্ত হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমতির দিকে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা) চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫৯ হাজার ২২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তাতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৩ লাখ ৬০ হাজারের বেশি; যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক কমেছে, ৪১১ জন। তাতে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। মৃতের বৈশ্বিক তালিকাতেও আগে থেকেই শীর্ষে দেশটি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর