পঞ্চগড়ে নদ-নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত

পঞ্চগড়ে টানা কয়েকদিনের ভারি বর্ষনে করতােয়াসহ অন্যান্য নদীগুলার পানি বৃদ্ধি হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সদর উপজেলার মিরগড় ঘাটের ৪০০ মিটার লম্বা কাঠের সেতু ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে।

ধাক্কামারা ইউনিয়ন ও সাতমেরা ইউনিয়নের দুই পাড়ের মানুষের নদীপথ দিয়ে যােগাযােগ বিচ্ছিন্ন হয়েছে। পঞ্চগড় পৌরসভা এলাকার নিম্না লগুলাে প্লাবিত হয়েছে। নিমনগড়, পৌরখালপাড়া, রামের ডাংগাসহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক বাড়ি করতােয়া নদীর পানিতে ডুবে গেছে।

পৌর মেয়র তৌহিদুল ইসলাম জানায়, পানিতে ডুবে যাওয়া পরিবারগুলাে আশ-পাশের উচু স্থান এবং স্কুলে আশ্রয় নিয়েছে। আপাতত দুই শতাধিক পরিবারের মাঝে শুকনাে খাবার দেওয়া হয়েছে।

এ দিকে পানি উন্নয়ন বাের্ড জানিয়েছে, ১৩ জুলাই সােমবার করতোয়া নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রায় ৭০ মিটারের আশপাশ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। টানা ভারী বর্ষনের কারনে আজও পানি বৃদ্ধি হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বাের্ড।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর