কুষ্টিয়ায় নতুন ৪৫ করোনা রোগী সনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১২৮ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে, যার মধ্যে ৪৫টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ৩৫ জন পুরুষ ও ১০ জন নারী। আক্রান্ত ৪৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩২, ভেড়ামারা উপজেলার ২, কুমারখালী উপজেলার ৫, দৌলতপুর উপজেলার ৬।

সদর উপজেলায় আক্রান্ত ৩২ জনের ঠিকানা হাউজিং বি ব্লক ১ জন, পূর্ব মজমপুর ১ জন, উপজেলা রোড ১ জন, থানাপাড়া ৩ জন, মজমপুর ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, কেজিএইচ ২ জন, কৃত্তিনগর ১ জন, সাতবাড়ি লেন ১ জন, মতিমিয়া রেল গেট ১ জন, চৌড়হাস ১ জন, হরিপুর ৩ জন, মোল্লাতেঘরিয়া ১ জন, কমলাপুর ৩ জন, ছেউড়িয়া ১ জন, বটতৈল ১ জন, লক্ষীপুর ১ জন, তালিপাড়া ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, কুমারগাড়া ১ জন, জগতি ১ জন, বারখাদা ২ জন, মিলপাড়া ১ জন, আমলাপাড়া ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা জনতা ব্যাংক ২ জন, লাউবাড়িয়া ১ জন, জয়রামপুর ১ জন, বোয়ালিয়া ১ জন, পেয়ারপুর ১ জন। কুমারখালী উপজেলার আক্রান্ত ৫ জনের ঠিকানা কুমারখালী থানা ১জন, অগ্রণী ব্যাংক ১জন, গোপগ্রাম ১জন, ইউএফপিও অফিস ১ জন, সারকান্দি ১ জন।

ভেড়ামারা উপজেলার আক্রান্ত ২ জনের ঠিকানা কাজিপাড়া ১জন, কাছারিপাড়া ১জন। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১০১৯ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৭৪১ জন পুরুষ ও ২৭৮ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১২৬, ভেড়ামারা ৯৫, মিরপুর ৫৬, কুষ্টিয়া সদর ৫৬১, কুমারখালী ১৪৬, খোকসা ৩৫। এই পযর্ন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৫২৯ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ জন। যার মধ্যে ১৫ জন পুরুষ ৪ জন মহিলা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর