নওগাঁয় অবৈধ কারেন্ট জাল ধ্বংস

নওগাঁঁ শহরের চুরিপট্টিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার দুপুর ১২টার দিকে শহরের পাঁচটি দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার। পরে দুপুর ৩ টায় জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন চুরিপট্টিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ টাকা।

তিনি বলেন, আমরা অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করি। ব্যবসায়ীরা এ জালগুলো বিভিন্নভাবে জেলার বাহির থেকে সংগ্রহ করে থাকে। অন্যান্য জেলাতেও অভিযান পরিচালনা করে। এ জাল দিয়ে যখন মাছ শিকার করা হয় তখন মৎস্য সম্পদের ব্যাপক আকারে ক্ষতি হয়ে থাকে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর