বিদেশি গণমাধ্যমেও সাবরিনা!

করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ারের প্রতারণার মামলায় গ্রেপ্তার হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে নিয়ে বিদেশি সংবাদমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ‘কলকাতা ২৪*৭’ তাকে মক্ষিরানী আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে।

তার গ্রেফতার নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘দেখতে যেন নায়িকা আচরণে খলনায়িকা, করোনা টেস্ট জালিয়াতির মক্ষিরানি ধৃত’।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘কোটি কোটি টাকার ভুয়ো করোনা টেস্ট রিপোর্ট তৈরি, হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চিকিৎসক সাবরিনা চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। টানা ৪৮ ঘণ্টার বেশি পুলিশের চোখে ধুলো দিয়ে প্রভাবশালী মহলের সাহায্যে নিজেকে মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা কাজে এলো না। রবিবার করোনা টেস্ট কেলেঙ্কারি চক্র জেকেজি গ্রুপের মক্ষিরানি ডা. সাবরিনা চৌধুরী ধরা পড়লেন।’

প্রসঙ্গত, নমুনা সংগ্রহের পর পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার প্রতারণা মামলায় রোববার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর