“হসপিটাল”- ফারহানা মোবিন

হসপিটাল,
তুমি আমার বাড়ী,
তুমিই আমার ঘর ,
আমার রেসিপি তুমি ,
আমার রান্না ঘর ।

অপারেশন থিয়েটার ,
তুমি আমার ঠিকানা ,
কষ্টের পেশা আমার ,
অবসর নিতে মানা ।

তুমি আমার সুচ সুতো
আমার নিডিল, কাঁচি,
আমার জীবিকা তুমি,
তোমায় ছাড়া কেমনে বাঁচি ?

হসপিটাল ,
তুমি আমার বাড়ী,
তুমি আমার ঘর ,
কোনো রোগী কে যেন ,
না ভাবি পর ।

রোগী যেন হয় ,
আমার আপন কিছু ,
যেন না ছুটে বেড়ায়,
মিথ্যের পিছু ।

মাবুদ,
এই মন ভরা দাও ,
মমতা আর ভক্তি ,
হাত ভরা দাও ,
মানবতার শক্তি ।

ফারহানা মোবিন
লেখক ও ডাক্তার

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর