মালয়েশিয়ায় মরিচের চারা লাগানোতে বাংলাদেশির দন্ড

মালয়েশিয়ায় বনায়ন আইনে মো. ফারুক হুসেনকে (৪৪) নামে এক বাংলাদেশি ৮ হাজার রিংগিত জরিমানা গুনেছেন। তিনি দেশটির ক্যামেরন হাইল্যান্ডসের সুনগাই কিয়াল এলাকায় বনবিভাগের সং্ক্ষিত জমিতে অনুমতি ছাড়া ১ হাজার ৮০০টি মরিচের চারা লাগিয়েছিলেন।

গত ১০ জুলাই রাউব দায়রা আদালতের বিচারক আহমদ ফয়জাদ ইয়াহিয়া এই রায় প্রদান করেন। জরিমানার অর্থ আদায় না হলে ৮ মাসের জেলেরও আদেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম হারিয়ান মেট্রোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশি মো. ফারুকের বিরুদ্ধে ক্যামেরুন পার্বত্য অঞ্চলের সুনগাই কিয়াল বন রিজার্ভে বিনা অনুমতিতে জমিতে ১ হাজার ৮০০টি মরিচ গাছ লাগিয়েছিলেন। এতে জমি নষ্ট করার অভিযোগ রয়েছে বলে আদালত সূত্র জানায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর