এবি ব্যাংকে বড় ধরণের কর্মী ছাঁটাই

মহামারী চলাকালীন সংকটেও কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেড। ইতোমধ্যেই তারা শতাধিক কর্মী ছাঁটাই করেছে। আজ (রোববার) থেকে এটি কার্যকর হবে বলে নিশ্চিত করেছে ব্যাংকের একটি সূত্র।

চাকরি হারানো কর্মীদের উদ্দেশ্যে ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে, যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সব বকেয়া এবং পাওনা পরিশোধ করা হবে। এবি ব্যাংকের নিয়ম অনুযায়ী তাদের তিন মাসের মূল বেতন প্রদান করা হবে।

করোনার কারণে চলমান সংকটে ব্যাংকটি আর অতিরিক্ত খরচ বহন করতে পারছে না। তাই ভবিষ্যতে ব্যাংকটি টিকিয়ে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর