করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব : ডাব্লিওএইচও

মহামারি করোনাভাইরাস নিয়ে একেকবার একেক তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও)। এবার সংস্থাটির প্রধান টেডরোস আধানম গেব্রেয়িসাস বলছেন প্রাণঘাতী এই ভাইরাসটি নিয়ন্ত্রণ করা সম্ভব। শুক্রবার জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

টেডরোস আধানম গেব্রেয়িসাস প্রধান বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি ‘খুব জোরালো’ হলেও এটা এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব। তিনি বলেন, গত ছয় সপ্তাহ ধরে বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে।

এসময় ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এবং ভারতের মুম্বাইয়ের বৃহত্তম বস্তির উদাহরণ টেনে তিনি বলেন, এর প্রার্দুভাব খারাপ হলেও আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে এখনও করোনাকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। ডব্লিউএইচও প্রধান বলেন, তড়িৎগতিতে টেস্ট, ট্র্যাসিং, কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং যথাযথ চিকিৎসা; ভাইরাস দমন করার মূল চাবিকাঠি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর