পানিবন্দি সুনামগঞ্জের কয়েক লাখ মানুষ

হাওরের জেলা সুনামগঞ্জে ২য় দফায় বন্যায় কয়েক লক্ষাধিক মানুষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আবারও জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, মাত্র সপ্তাহের ব্যবধানে বন্যা দেখা দেওয়ায় মানুষের দুর্ভোগ চরমে। জানা যায়, জেলার ১১ টি উপজেলার প্রায় ৪০টি ইউনিয়নের মানুষ পানিবন্দি।

শনিবার (১১ জুলাই) বেলা ৯টায় সুরমা নদীর পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন জেলা পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় অংশে টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় ঢলের পানিতে সুরমা ও যাদুকাটা নদী ব্যাপক আকারে পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, হাটবাজার সহ বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। একদিকে করোনা ভাইরাস ও অন্যদিকে দ্বিতীয় দাফে বন্যায় বন্যায় পানিবন্দি হয়ে অনেকটা দিশেহারা হয়ে পরেছেন সুনামঞ্জের মানুষ।

এদিকে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, চলাচলে ব্যাহত হচ্ছে। এছাড়াও সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর, বড়পাড়া, তেঘরিয়া, নবীনগর, উকিলপাড়া, বিলপাড়সহ শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর এবং রাস্তাঘাটে পানি উঠে চরম বিপাকে পড়েছেন মানুষ।

২য় দফা বন্যার প্রস্তুতি সম্পর্কে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বন্যার সর্বশেষ খবর জানতে প্রত্যেক উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং উপজেলা নির্বাহী অফিসারগণকে বিপদকালীন যথাযথ ব্যবস্থা নিতে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর