নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রপথে ২ দিনে ইতালি গেল ৩৬২ বাংলাদেশি

করোনার ভুয়া সার্টিফিকেট ইস্যুতে বাংলাদেশিদেরকে ইতালিতে প্রবেশে নিষেধ করেছে দেশটির সরকার। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাগরপথ পাড়ি দিয়ে গত দুই দিনে ইতালি পৌঁছেছে ৩৬২ জন বাংলাদেশি।

এ বিষয়ে ইতালির সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, গ্রীষ্মকালে বিপজ্জনক ভূমধ্যসাগর শান্ত থাকার সুযোগ নিয়ে এসব অভিবাসী ইতালি পৌঁছেছে। গত দুই দিনে ইতালির লাম্পেডুসা দ্বীপে ৫ শতাধিক অভিবাসী পৌঁছেছেন।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার তিউনিসিয়া থেকে ১১৬ জনকে নিয়ে নয়টি নৌকা পৌঁছায়। এরপর শুক্রবার তিউনিসিয়া থেকে সাতটি নৌকা এবং লিবিয়া থেকে আরো দুটি বড় নৌকায় ৪৩৪ জন ইতালি পৌঁছায়।

আইওএম জানিয়েছে, লিবিয়ার একটি নৌকায় ৯৫ জন এবং অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি ছিলেন।।

আইওএম মুখপাত্র ফ্লাবিও ডি জিয়াকোমো বলেন, তিউনিসিয়া থেকে প্রায়ই মানুষ ইতালি আসে। কখনও কম আবার কখনও বেশি। তবে লিবিয়া থেকে বাংলাদেশিদের ইতালি পৌঁছানোর ঘটনা এটা নতুন নয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর