আবারও ভারতীয় খাসিয়াদের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে আবারও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। সেইসাথে আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। আজ (শনিবার) বিকালে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পর ভারতীয় খাসিয়ারা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমির হোসেন নামে এক যুবক নিহত হন। তিনি ওই এলাকার মো. বাবুল হোসেনের ছেলে। এছাড়া মো. কয়েছ মিয়া নামের আরেক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। এ নিয়ে গত দেড় মাসে কেবল কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৯-এস সংলগ্ন দিয়ে দুই বাংলাদেশি নাগরিক ভারতের ৮০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় চোর সন্দেহে ভারতীয় খাসিয়া নাগরিকরা তাদের গুলি করেন। এতে একজন নিহত ও একজন আহত হন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও আহত ব্যক্তি পলাতক রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর