সিঙ্গাপুরে আবারও ক্ষমতাসীনরাই ক্ষমতায়

ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টিই (পিএপি) আবার ক্ষমতায় এসেছে নগর রাষ্ট্র সিঙ্গাপুরের। দেশটির ৯৩ টি সংসদীয় আসনের মাঝে তারা জিতে নিয়েছে ৮৩টি।

শনিবার (১১ জুলাই) সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার তান মেং দুই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এর আগের নির্বাচনে ২০১৫ সালে পিএপি শতকরা ৬৯.৮৬ শতাংশ ভোত পেয়েছিল। এবার তারা পেয়েছে ৬১ দশমিক ২৪ শতাংশ ভোট।

নির্বাচনে হেরে যাওয়া বিরোধী দল ওয়ার্কার্স পার্টি পেয়েছে ১০ টি আসন। তারা ২০১৫ সালের নির্বাচনে ৬টি আসন জিতেছিল।

শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ৯৩টি আসনে ১১ টি রাজনৈতিক দল থেকে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রধানমন্ত্রী লী সিয়েন লুং এক সংবাদ সম্মেলনে বলেন, পিএপি যে পরিমাণ ভোট পেয়ে জিতেছে তা তার প্রত্যাশার চেয়ে বেশি নয়। বরং এই ফলাফল পিএপি’র প্রতি ব্যাপক জনসমর্থনেরই প্রতিফলন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর