মায়ের কবরেই চির নিদ্রায় শায়িত হবেন সাহারা খাতুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে বনানী কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হবে। মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সব ধরণের স্বাস্থ্যবিধি মেনেই তার জানাজা ও দাফনকাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান।

জানা যায়, রাত স্থানীয় সময় রাত ৯টায় ব্যাংকক থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবে সাহারা খাতুনের মরদেহ বহনকারী একটি বিমান। রাতের মধ্যেই সেটি ঢাকা পৌছবে। এরপর বনানী মসজিদ প্রাঙ্গণে সকাল ১১টায় জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে শায়িত হবেন অ্যাডভোকেট সাহারা খাতুন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, রাতে দলের পক্ষ থেকে সাহারা খাতুনের মরদেহ গ্রহণ করবেন তিনি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর