পাপুলের সাথে রাষ্ট্রদূতের জড়িত থাকার অভিযোগ!

মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে থাকা লক্ষীপুর-২ আসনের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলের অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের বিরুদ্ধে।

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানায়।

তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে বাংলাদেশি এমপি পাপুলের গ্রেফতারের যেসব বিস্তারিত তথ্য আসতে শুরু করেছে তাতে দেখা যাচ্ছে, শুধু পাপুল একা নন তার এই অপরাধ কর্মে পারস্য উপসাগরীয় দেশটিতে নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূতও জড়িত থাকতে পারেন।

পাপুলের এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাষ্ট্রদূত আবুল কালামের বিরুদ্ধে সতর্ক বার্তা জারি করতে বাধ্য হন বলে তাতে দাবি করা হয়েছে। এসব অভিযোগে গত জুনের শুরুতে সাংসদ মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে পাপুলকে গ্রেফতার করে দেশটির কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর