মাত্র ১৫ ঘন্টায় তিস্তার পানি বেড়েছে ৪৭ সেমি, রেড অ্যালার্ট জারি

উজা্নে প্রচুর বৃষ্টিপাত ও গজলডোবার পানি ছেড়ে দেওয়ায় ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের তিস্তা নদী। মাত্র ১৫ ঘন্টায় নদীটির পানি বৃদ্ধি পেয়ছে ৪৭ সেন্টিমিটার। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার (১০ জুলাই) রাত ৯টায় বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে এই পানি প্রবাহিত হচ্ছিল।

একইসিন সকালে তিস্তার পানি বিপদসীমার ১২ সেন্টিমার নিচ দিয়ে প্রবাহিত হলেও মাত্র ১৫ ঘন্টার ব্যবধানে সেটা ভয়াবহভাবে বেড়ে গিয়ে এখনও অব্যহত আছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীলফামারীর ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

এদিকে ওপারে দোমহনী হতে বাংলাদেশের জিরো পয়েন্ট পর্যন্ত ভারত কর্তৃপক্ষ তিস্তা নদীর অরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর