সাংবাদিক জাফর আলী বেণুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ , সমাজসেবক, ও শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জাফর আলী বেণু’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ । ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।

তিনি লেখাপড়া শেষে ১৯৭০ সালে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে চাকুরি জীবন শুরু করেন। এরপর তিনি নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৮০ সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে সুনামের সাথে শিক্ষকতা করেন এবং ২০০৪ সালে অবসরে যান।

তিনি শিক্ষকতার পাশাপাশি সুনামের সাথে সাংবাদিকতা করেন এবং শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক সংবাদ, বাংলার বাণী, দৈনিক আজকের কাগজ, দৈনিক ডেসটিনি পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। এছাড়া শ্রীপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, এবং একটানা ৫ বছর মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ছিলেন। তিনি নিজগ্রাম সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং সোনাতুন্দী গোরস্হান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার একমাত্র সন্তান লেনিন জাফর সাংবাদিকতা পেশায় জড়িত এবং নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট প্রয়াত জাফর আলী বেণু’র জন্য দোয়া কামনা করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর