সিরাজদিখানে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামে সাপের কামড়ে রুবিনা বেগম (৪৫) নারীর মৃত্যু হয়েছে। নিহত রুবিনা বেগম ওই গ্রামের ইউসুপ কাজীর স্ত্রী। তিনি দুই মেয়ে এক ছেলের জননী।

বিগত কয়েক বছর ধরে মুন্সীগঞ্জে সাপের উপদ্রব বেড়েই চলেছে। প্রতি বছর বর্ষা এলেই মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অনেক সাপ মারা পড়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রান্নার জন্য সে পাটকাঠি আনতে গেলে পাটকাঠিতে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ের বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় দুজন কবিরাজ দিয়ে তাকে চিকিৎসা করালেও শেষ রক্ষা হয়নি তাঁর।

স্থানীয় জনপ্রতিনিধি মিরাজ বলেন, আমাদের এলাকায় সাপের উপদ্রব বেড়েই চলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে। সাপে কাটা রোগীদের উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা না থাকায় অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয় না। তাই স্থানীয় পর্যায় ভ্যাকসিন রাখা জরুরি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর