আজ লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আলাভেস

স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে টেবিলটপ রিয়াল মাদ্রিদ। ৩৫ নম্বর রাউন্ডের শেষ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ রেলিগেইশন লড়াইয়ে থাকা আলাভেস। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত দুইটায়।

৩৪ ম্যাচ খেলে, ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা। ১ ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৭৭। জিদানের দলের সামনে তাই সুযোগ আলাভেসকে হারিয়ে লিডটা চারে বাড়িয়ে নেবার। ফর্মে তুঙ্গে আছে দল।

করোনা আতঙ্ক কাটিয়ে লিগ শুরু হওয়ার পর বার্সা যেখানে তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছে রিয়াল সেখানে ধরে রেখেছে শতভাগ জয়ের রেকর্ড। এই ম্যাচ জিতলে তাই শিরোপা পুনুরুদ্ধারের আরও কাছাকাছি পৌছে যাবে কাজটা কঠিনও হবার কথা নয়।

একে তো খেলা নিজেদের মাঠে তার ওপর প্রতিপক্ষ আলাভেসও আছে টেবিলের সতেরো নম্বরে। এছাড়াও পুরো ফিট স্কোয়াড পাওয়াটাও রিয়ালের জন্য বড় সুবিধা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর