ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়ালো

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। সব জেলাতেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকসহ আরও ২২ জনের করোনা পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪২১ পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় সাতজন, আশুগঞ্জে ছয়জন, নাসিরনগরে তিনজন, আখাউড়ায় দুইজন, বিজয়নগরে দুইজন, সরাইলে একজন, ও কসবায় একজন।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০৯ জন। এছাড়া এখনো প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে রয়েছেন ৮৮৭ জন। এরমধ্যে জেলায় ৮৫২ জন ও অন্য জেলাতে ৩৫ জন। করোনা পরিস্থিতিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৪ জন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর