ক্রিকেটাররা করোনা আক্রান্ত হলে দায়িত্ব নেবে না বিসিবি

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ রয়েছে দেশের ক্রিকেট। মহামারির সময়েও নিজেদের ফিটনেস ঠিক রাখতে অনেক ক্রিকেটার ঘরেই ব্যক্তিগত সরঞ্জাম দিয়ে অনুশীলন করছেন আবার অনেকেই ব্যক্তিগতভাবে মাঠে অনুশীলন করছেন। ব্যক্তিগতভাবে অনুশীলনে ক্রিকেটারদের জন্য কোনো বিধিনিষেধ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে এমন সময় যদি কোন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হন তবে তাদের দায়িত্ব নিবেনা দেশের ক্রিকেটের অভিভাবক এই সংস্থা।

বিসিবি’র ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করলে দায়-দায়িত্বটা খেলোয়াড়দের নিজের। এতে আক্রান্ত হলে বিসিবি দায়িত্ব নেবে না।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে দীর্ঘদিন সব ধরণের ক্রিকেট বন্ধ থাকলেও সোমবার নিজ উদ্যোগে মাঠে অনুশীলন শুরু করেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

গতকাল এ বিষয়ে বিসিবি কর্তা আকরাম খান বলেন, ‘এটা মুশফিকের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা সতর্কতা জারি করেছি।এবং ক্রিকেটারদের নিজ বাসায় ফিটনেস অনুশীলন চালিয়ে যেতে বলেছি। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করলে দায়-দায়িত্বটা খেলোয়াড়দের নিজের। এতে আক্রান্ত হলে বিসিবি দায়িত্ব নেবে না।’

মাঠে অনুশীলনে ফিরতে ব্যাকুল হয়ে রয়েছেন অন্য ক্রিকেটাররাও। গতকাল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)-এর সঙ্গে এ নিয়ে বৈঠক করেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা। আকরাম খান বলেন, ‘খেলোয়াড়দের ধৈর্য ধরতে হবে। পরিস্থিতি ভালো হলে বিসিবি-ই অনুশীলনের ব্যবস্থা করবে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর