মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে ওরিয়েন্টেশন

খাগড়াছড়ি জেলার মানিকছগি উপজেলায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ৪৩০০ টি পাড়াকেন্দ্র এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০ টায় মানিকছড়ি কৃষি অফিস কার্যালয়ে মানিকছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প মানিকছড়ি উপজেলা ব্যবস্থাপক কার্যালয়ের আয়োজনে মাঠ সংগঠকদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন করা হয়।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মানিকছড়ি উপজেলা ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম, প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি কৃষিকর্মকর্তা মোঃনাজমুল ইসলাম মজুমদার, আরো উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক,তুহিন চাকমা, বিপ্লব ত্রিপুরা, সুরত রঞ্চন ত্রিপুরাসহ ১৮ জন মাঠ সংগঠক।

অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানান মহামারি করোনায় পরিস্থিতিতে মাঠ সংগঠক,সহকারী ব্যবস্থাপক, ও ব্যবস্থাপক গ্রামে গ্রামে সাধারণ জনগণের মাঝে করোনায় সামাজিক দুরত্বসহ করোনায় প্রাথমিক সচেতনতা সৃষ্টি করায়, ঘরে থাকার আহবান করায়, সরাষ্ট্রিয় আইন স্বাস্থ্যবিধি মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া সকল পাড়াকর্মী, মাঠ সংগঠক,সহকারী ব্যবস্থাপক, ও ব্যবস্থাপক ধন্যবাদ জানান, তিনি আরো বলেন ভালো কাজ করায় পাড়াকর্মী, মাঠ সংগঠক,সহকারী ব্যবস্থাপক, ও ব্যবস্থাপককে উপজেলা পরিষদের পক্ষথেকে পরুস্কারে ঘোষনা করেন।

প্রধান অতিথি আরো বলেন, আওয়ামীলীগ সরকার আপনাদেরকে গাছের চারা দিচ্ছে, সার-বিষসহ যাত্রায়ত খরছ দিচ্ছে। আপনারা শুধু যত্ন সহকারে লাগাবেন। আজকের ওরিয়েন্টেশন থেকে শিক্ষ গ্রহন করে চারা রোপন করার আহবান জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর