ছাদে গাঁজার চাষ, বাসায় মদের কারখানা এই মাদক ব্যবসায়ীর

যে বাসায় থাকতেইন সেখানেই তৈরী করতেন দেশি মদ আর বাসার ছাদে টবে করতেন গাঁজা চাষ। ঠিক এভাবেই বহুদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন সাভারের ধুরন্ধর ফ্রান্সিস গোমেজ। অবশেষে তাকে ধরতে সফল হয়েছে র‍্যাব।

সাভারে রায়বের এক অভিযানে ১ হাজার লিটার দেশি মদ ও ছাদে লাগানো ৫টি গাঁজা গাছসহ তাকে আটক করেছেন র‌্যাব-৪।

এ বিষয়ে র‍্যাব জানায়, সাভারের রাজাশন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে ফ্রান্সিস গোমেজ (৬০)। অভিযান চালিয়ে তার বসত বাড়ি থেকে মদ তৈরীর সরঞ্জামসহ ১০০০ লিটার দেশিয় মদ ও ছাদ বাগান হতে ৫টি গাঁজার তাজা গাছ জব্দ ও আসামিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি ফ্রান্সিস গোমেজ দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। দীর্ঘদিন থেকে তার বাসার ছাদে গাঁজা চাষ এবং বাসার চিলকোঠায় বাংলা মদ তৈরী করে আসছিলো সে। এসব মদ ও গাঁজা সাভারসহ মিরপুর ও আশপাশ এলাকায় বিক্রয় করত সে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর