ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

ঢাকার অদূরে ধামরাইয়ে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩ মে) সকাল ৮ টার দিকে উপজেলার বারবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের ভিতর একজনের অবস্থা আশংকাজনক বিধায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তবে এ ঘটনায় কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়নি। বাস দুটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

দূর্ঘটনায় আহতদের ভিতর যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার করজনা গ্রামের দারগালি বেপারীর ছেলে সোহরাব, মানিকগঞ্জ সদর এলাকার লেবুবাড়ী গ্রামের সংকর চন্দ্র রায়ের ছেলে প্রাণ গোপাল রায়, সাভারের নবীনগর এলাকার আজগর আলীর ছেলে স্বপন মিয়া, ধামরাইয়ের নওগা কেসটি এলাকার আকবর আলীর স্ত্রী জবেদা খাতুন, রাজবাড়ী জেলার বালিয়া কান্দি উপজেলার ধবলাবাড়ী গ্রামের ইউসুফ মিয়ার ছেলে রুবেল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর