পায়রায় ভেসে উঠল বেশ বড় এক মৃত ডলফিন

পটুয়াখালীর পায়রা নদীতে ভেসে উঠেছে আনুমানিক ১০ হাত লম্বা একটা মৃত্য ডলফিন। মির্জাগঞ্জের সুন্দা কালিকাপুর গাজীবাড়ীর পাশে ডলফিনটি ভেসে উঠে।

রোববার (৫ জুলাই) দুপুরের দিকে স্থানীয় লোকজন ডলফিনটিকে মৃত ভাসতে দেখেন।

এ বিষয়ে স্থানীয় ওদুদু গাজী জানান, ডলফিনটি লম্বায় আনুমানিক ১০ হাত হবে। তবে ডলফিনটির শরীর ফ্যাকাসে হয়ে গেছে। নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। দুপুরে কয়েকটি কুকুর ডলফিনটির নাড়িভুঁড়ি টেনে নিতে দেখে স্থানীয়রা কুকুরগুলোকে তাড়া করে সরিয়ে দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাগর থেকে পায়রা নদীর ওই স্থানে আসতে বেশ কয়েক ঘণ্টা সময় দরকার। অতিরিক্ত খাদ্য গ্রহণ অথবা খাবারের সঙ্গে পলিথিন জাতীয় কোনো জিনিস পেটে থাকায় ডলফিনটি হয়তো তীরে উঠে আর নামতে পারেনি। পচা দুর্গন্ধ ছড়িয়ে পরার আগেই স্থানীয়রা ডলফিনটাকে তুলে মাটিচাপা দেয়ার চেষ্টা করছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর