ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গাঁজা গাছ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুর পাড়ে থাকা একটা গাছের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। শিক্ষার্থীদের দাবী এটা গাঁজা গাছ।

আজ (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা ফেসবুক গ্রুপে এই গাছটির ছবি পোস্ট করেন এক শিক্ষার্থী। গাছটির উচ্চতা প্রায় ১০ ফুট। এটি বঙ্গবন্ধু হলের পুকুর পাড়ে জসীমউদ্দিন হল মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত বলে একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন।

জানা যায়, ক্যাম্পাসে রাতের বেলা জসীমউদ্দিন হল মাঠের উত্তর-পূর্ব কোণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বহিরাগতরা নিয়মিত গাঁজা সেবন করতেন। অনুমান করা হচ্ছে তাদের ফেলে রাখা গাঁজার বীজ থেকেই বৃষ্টির পানির ছোঁয়ায় এই গাছের জন্ম হয়েছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন,প্রথমত, আসলেই এটা গাঁজা গাছ কিনা দেখা দরকার। দ্বিতীয়ত, এটা আসল কোথা থেকে। তৃতীয়ত, যদি এটা গাঁজা গাছই হয় তাহলে ক্যাম্পাসের এ সব বিষয়ে আমরা আমাদের নজরদারি বাড়াব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর