বরগুনায় সংস্কারের অভাবে মহাসড়ক খানাখন্দে ভরা, বেড়েছে জনদুর্ভোগ

বরগুনা থেকে বরিশাল যাওয়ার ২ কিলোমিটার সড়কই প্রায় বেহলা দশা। এতে সাধারণ মানুষের বেড়েছে দুভোর্গ, রয়েছে দুর্ঘটনার আশঙ্ক‍া। একদিকে ভাঙা রাস্তা, অন্যদিকে দুর্ঘটনার শঙ্কা। এমন ঝুঁকি নিয়ে চলছে স্থানীয়দের বিভিন্ন গন্তব্যে ছুটে চলা।

রোববার (৫ জুলাই) সকাল ১১.০০ টার দিকে বরগুনা বরিশাল সড়কের দক্ষিণ মনসাতলী নামক স্থানে গিয়ে রাস্তা খানাখন্দে আটকে যায় দূরপাল্লার পরিবহন। এতে কয়েক ঘন্টার যানজটের সৃষ্টি হয়। বরগুনা থেকে ঢাকাগামী বি আর টি সি পরিবহন আটকে যাওয়ার দৃশ্য ধরা পরে বার্তা বাজারের ক্যামেরায়।

বরগুনা-বরিশাল, মহাসড়কের বেহাল দশার কারণে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আর এলজিইডির সড়কের খারাপ অবস্থার কারণে আটকে যায় যাত্রী ও পণ্যবাহী গাড়ি জেলা শহরের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেযাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী ট্রাক।

দীর্ঘদিন সড়কটি মেরামত না করায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর