প্রতিবেশিদের চতুর্মূখী চাপে ভারত

নেপাল, চীন ও পাকিস্তানের সাথে দ্বন্ধে জড়িয়ে নানা ধরণের সংকটে পড়ে গিয়েছে ভারত। সম্প্রতি ঘনিষ্ঠবন্ধু হিসাবে পরিচিত বাংলাদেশও বেনাপোল স্থল বন্দর দিয়েও আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে।

এমন সময় ভারতীয় গবেষকরা বলছেন, বাংলাদেশের ব্যাপারে ভারত আরও উদার না হলে, এ অঞ্চলে চীন তার আধিপত্য আরও জোরালো করবে।

লাদাখ সীমান্তে বেশ কিছুদিন ধরে যুদ্ধের শিঙায় ফুঁ দেয়ার অপেক্ষায় চীন আর ভারতের সেনারা। পাকিস্তানের সাথে সন্ত্রাসবাদ ইস্যুতে বাকযুদ্ধও এখন চরম পর্যায়ে। এদিকে নেপালের সঙ্গেও সীমান্ত নিয়ে চলছে ঝামেলা। এক্ষেত্রে নেপালই আগ্রাসী ভূমিকা পালন করছে।

ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমারের সাথেও সম্পর্কও ফাঁটল ধরে গিয়েছে ইতোমধ্যেই। এখন ভারতের বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি কূটনৈতিক চাপে আছেন তারা।

বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তি প্রদর্শন করে নয়, অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা দেশই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হবে। এক্ষেত্রে ঢাকাকে তার আমদানি-রফতানির দিক বিবেচনা করে করণীয় ঠিক করার আহ্বান বিশেষজ্ঞদের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর