চাকরি হারিয়ে গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

রাজধানীর মিরপুরে আনোয়ার হোসেন মান্নান নামের এক যুবক কিটনাশক পান করে আত্মহত্যা করেছেন। গত বুধবার (৩০জুন) তিনি বিষপান করার পর শুক্রবার (৩ জুলাই) রাত তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাসায় স্ত্রী, দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন মান্নান। চাকরি করতেন মিরপুর ১০ নম্বর সেকশনের একটি গার্মেন্টে। করোনার কারণে গত ১০/১৫ দিন আগে তার চাকরি চলে যায়।

এ বিষয়ে পরিবারের বরাত দিয়ে পল্লবী থানার এসআই নূরে আলম জানান, করোনাকালে চাকরি হারিয়ে অভাব-অনটনে পড়েন আনোয়ার হোসেন মান্নান। হতাশা ও মানসিক চাপে বিপর্যস্ত হয়ে পড়েন। এ থেকে রেহাই পেতে তিনি কিটনাশক পান করে আত্মহত্যা করেন।

গত বুধবার নিজ বাসায় তিনি কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

বার্তাবাজা/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর