আরও ১৬ বছর রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে থাকবে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় থাকা আগামী ২০৩৬ সাল পর্যন্ত নিশ্চিত। এই সুযোগ সম্বলিত ডিক্রীতে সাক্ষরও করেছেন তিনি। সংবিধান সংশোধনের পক্ষে রায় আসার পর শুক্রবার (৪ জুলাই) তিনি স্বাক্ষর করেন।

রাশিয়ার ৭৮ শতাংশ নাগরিক ভ্লাদিমির পুতিনের পক্ষে ভোট দেন। সংবিধানের নতুন সংশোধনীতে প্রস্তাব ছিল সমকামী বিবাহকে নিষিদ্ধ ঘোষণা, আন্তর্জাতিক আইনের উপর রাশিয়ার আইনের আধিপত্য এবং রাশিয়ান ফেডারেশনের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ টানা দু’বার ৬ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা।

পুতিনের বর্তমান ক্ষমতার মেয়াদ আগামী ২০২৪ সাল পর্যন্ত ছিলো। এ গণভোটের রায়ের ফলে ছয় বছর করে আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়েছে। নির্বাচনে জয়ী হলে আগামী ২০৩৬ সাল পর্যন্ত অনায়াসে ক্ষমতায় থাকছেন ৬৭ বছরের পুতিন। গত ২০ বছর ধরে একটানা ক্ষমতায় রয়েছেন এই রুশ নেতা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর