চীনের দাবী স্পেন থেকে করোনা ছড়িয়েছে

মহামারী করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকেই তথ্য প্রকাশ হয়ে আসছিল যে চীনের হুবেই থেকেই এর সূত্রপাত। তবে এবার চীন দাবী করছে তাদের দেশ থেকে নয় করোনার সূত্রপাত হয়েছে ইউরোপের দেশ স্পেন থেকে।

চীন সরকারের সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা ওয়াং গুয়াংফা জানান, স্পেনের বার্সেলোনার একটি গবেষণায় প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের মার্চেই স্পেনের বর্জ্য পানিতে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। তাই করোনাভাইরাসের উৎস খোঁজার কার্যক্রম শুধু চীনেই সীমাবদ্ধ করে ফেলা উচিত হবে না।

চীন এমন সময় এসব কথা বলছে, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দেশটিতে করোনার উৎপত্তিস্থল খুঁজতে যাওয়ার ঘোষণা এসেছে।

বাংলাদেশ সময় শনিবার রাত ৯টা ২০ পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১২ লাখ ৫৫ হাজার ১৩৮ জন। মারা গেছেন ৫ লাখ ৩০ হাজার ২৫২ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর