পুলিশ ঘুষ চাওয়ায় উগান্ডায় যুবকের আত্মহত্যা

মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসার পর তা ছাড়িয়ে নিতে পুলিশ চায় মোটা অংকের ঘুষ। কিন্তু সেই টাকা না দিয়ে কিছুক্ষন পর পুলিশ স্টেশনেই নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন উগান্ডার হোসেইন উয়ালুগেমবির নামের এক যুবক।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানী কাম্পালা থেকে ৮০ মাইল দূরের শহর মাসাকার এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে।

জানা যায়, পরিস্থিতিতে সকাল-সন্ধ্যার কারফিউয়ের মধ্যে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন ২৯ বছর বয়সী এই যুবক। পরে তা জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ। আর থানায় এসে ভাড়ায় আনা মোটার সাইকেল ছাড়াতে গেলে পুলিশের পক্ষ থেকে চাওয়া হয় ঘুষ। তা না দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন তিনি।

আঞ্চলিক পুলিশের মুখপাত্র নবুগা মোহাম্মদ জানান, বৃহস্পতিবার জব্দ করা মোটরসাইকেলটি নিতে পুলিশ স্টেশনে এসেছিলেন এই যুবক। এ সময় পুলিশের কয়েকজন কর্মকর্তা তাঁর কাছে ঘুষ দাবি করেন বলে অভিযোগ উঠে। এর পরই পুলিশ স্টেশনেই গায়ে আগুন দিয়ে তিনি আত্মহত্যা করেন।

এদিকে ঘুষ চাওয়ার অপরাধে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।খবর-রয়টার্স।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর