ঠাকুরগাঁওয়ে আরও ১৬ জনের করোনা শনাক্ত

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ২২৫ জনে।

শনিবার (৪ জুলাই) রাত সোয়া ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার রয়েছেন ৯ জন। তাঁরা হলেন- পৌরসভার ৩২ বছর বয়সী এক ব্যাক্তি, পুলিশ লাইন্সে এক পুলিশ সদস্য, বিজিবি হাসপাতালের ৩৬ বছর বয়সী এক মেডিকেল এসিস্ট্যান্ট, সদর হাসপাতালের ৫০ বছর বয়সী এক হ্যাড এসিস্ট্যান্ট ও ৫২ বছর বয়সী এক প্রশাসনিক কর্মকর্তা, জগন্নাথপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় ৩৭ বছর বয়সী এক ব্যাক্তি, সালন্দর ইউনিয়নের কালীতলায় ২২ বছর বয়সী এক নারী, আকচা ইউনিয়নের ফাড়াবাড়ী এলাকায় ৩৪ বছর বয়সী এক ব্যাক্তি, গড়েয়া ইউনিয়নের মিলননগর এলাকায় ৪৮ বছর বয়সী এক ব্যাক্তি। এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলায় ২ জন, রাণীশংকৈল উপজেলায় ২ জন এবং হরিপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩ জন।

উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৭৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৪ জন, হরিপুর উপজেলায় ৩৮ জন, রাণীশংকৈল উপজেলায় ২৮ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৩১ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৭ জন।

এছাড়া, রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সদর উপজেলায় গত ১ জুন করোনা শনাক্তের পরদিন ৬০ বছর বয়সী একজন পুরুষ উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর