চলমান মহামারীতেও কেউ না খেয়ে মরেনি: প্রাণিসম্পদ মন্ত্রী

চলমান করোনা পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর নিরলস চেষ্টায় একজন লোকও না খেয়ে মারা যায়নি বা না খেয়ে থাকেনি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

আজ (শনিবার) দুপুরে পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুল ও আম্পানে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও গ্রাম পুলিশদের সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ আজ দারিদ্রতা দূরীকরণে বিশ্বের কাছে মডেলে পরিণত হয়েছে।তাই শেখ হাসিনার সরকার এদেশের জনগণের জন্য একমাত্র প্রয়োজনীয় সরকার

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. হাকিম হাওলাদার প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর