মৃত বাবার কুলখানিতে ১০ হাজার মানুষকে আমন্ত্রণ করে গুনলেন জরিমানা

চলমান করোনা পরিস্থিতিতে মৃত বাবার কুলখানির আয়োজন করে ১০ হাজার মানুষকে দাওয়াত দিয়ে বিশাল গণজমায়েত করায় সিরজগঞ্জের উল্লাপাড়ায় আব্দুল্লাহ কাফি নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (শুক্রবার) সকালে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উল্লাপাড়ার ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, সাত্তার নামের এক ইটভাটা মালিকের কুলখানিতে দশটি গরু জবাই করে ১০ হাজার মানুষের ভুরিভোজের আয়োজন করেন তার ছেলে আব্দুল্লাহ কাফি। করোনার সময় কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে অনুষ্ঠান করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ ঘটনায় মরহুম আব্দুস সাত্তারের ছেলে আব্দুল্লাহ কাফিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পরবর্তীতে রান্না করা খাবার গ্রামের গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর