চলে গেলেন বলিউডের ‘মাস্টারজী’ সরোজ খান

না ফেরার দেশে চলে গেলেন বলিউডের ‘মাস্টারজী’ সরোজ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১৭ জুন হাসপাতালে ভর্তি হন বলিউডের নামী কোরিওগ্রাফার সরোজ খান। বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

সরোজ খানা ভর্তি ছিলেন মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে। ১৯৪৮ সালের ২২ নভেম্বর মুম্বাইতে তাঁর জন্ম হয়। তাঁর আসল নাম নির্মলা নাগপাল। স্বাধীন কোরিওগ্রাফার হিসাবে তাঁর কাজ শুরু হয় ১৯৭৮ সালে গীতা মেরা নাম ছবি দিয়ে। শ্রীদেবী ও মাধুরি দীক্ষিতের সঙ্গে কাজ করে তাঁর ক্যারিয়ারের সূচক উর্ধ্বমুখী হয়।

তাঁর নাচের স্টেপ এখনও বলিউডে জনপ্রিয়। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সরোজ খান একটি টিভি রিয়েলিটি শোয়ের বিচারক ছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর