করোনায় কাজ হারিয়েছে লালমনিরহাটের প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ

করোনা পরিস্থিতির কারণে কাজ হারাচ্ছে মানুষ। চাকরি-বাসস্থান হারিয়ে শহর ছেড়ে গ্রামে ফিরছেন লালমনিরহাটে বহু মানুষ।

উপায়ন্তর না দেখে কর্মহীন মানুষদের কেউ রিকশা চালাচ্ছেন, কেউ আবার কাজ করছেন নির্মাণ শ্রমিকের। লালমনিরহাট জেলায় এ রকম বহু মানুষ পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। করোনার কারণে জেলার প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ কাজ হারিয়েছেন।

জাকিরুল ইসলাম। স্নাতক পাশ করে পোশাক শ্রমিকের কাজ করতেন ঢাকার আশুলিয়ার একটি কারখানায়। করোনা দুর্যোগে বন্ধ হয়ে যায় কারখানাটি। ফিরে আসেন লালমনিরহাট সদরের নিজ গ্রামে। দীর্ঘদিন বেকার থাকায় জাকিরুল এখন কাজ করছেন নির্মাণ শ্রমিকের। দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকাই এখন বড় চ্যালেঞ্জ।

জাকিরুলের মতো কাজ হারিয়ে অনেকেই গ্রামে ফিরে এসেছেন। কেউ রিকশা চালাচ্ছেন, কেউ বা হয়েছেন দিনমজুর।

বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের পরিসংখ্যান অনুযায়ী, লালমনিরহাটের প্রায় সোয়া তিন লাখ মানুষ দেশের বিভিন্ন স্থানে নানা পেশায় জড়িত। এরমধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ কর্মহীন হয়ে নিজ এলাকায় বেকার জীবন যাপন করছেন।

কাজ হারিয়ে গ্রামে ফেরাদের ঋণ সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর।

করোনা কেড়ে নিয়েছে অনেকের কর্ম। স্বপ্ন ভেঙ্গে স্থবির এখন স্বাভাবিক জীবন। দুর্যোগের এই দুঃসময়ে নিদারুণ কষ্টে আছেন কর্মহীনরা। তবে, আঁধার কেটে যাবে আবারো ফিরবেন কর্মময় চঞ্চল জীবনে এমন আশা বেঁচে থাকুক প্রতিটি প্রাণে।

ডিবিসি নিউজ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর