৭০০ বছরের ইতিহাসে এই প্রথম শাহজালাল (রহ.)’র ওরশ হচ্ছে না

সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হচ্ছে না। এইবার ৭০১তম ওরশ অনুষথিত হওয়ার কথা ছিল।

আজ (মঙ্গলবার) বিকালে শাহজালাল (রহ.) মাজারের অফিস কক্ষে পরিচালনা কমিটির এক বৈঠক শেষে এ তথ্য জানান মাজারের মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান ।

তিনি জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলতে ৭০০ বছরের ইতিহাসে এ প্রথম বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ওরস মোবারক আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে না।

তিনি ওরসের নির্ধারিত দিন মাজারে ভক্ত ও আশেকানদের ভিড় না করার অনুরোধ জানান আমান।

বার্তাবাজার/জুলভার্ণ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর