প্রেম করে বিয়ে করার অপরাধে মেয়েকে শিকলবন্দি

প্রেম করে বিয়ে করার অপরাধে নিজের মেয়েকে এক মাসধরে শিকলে বেঁধে রাখার অভিযোগে তার বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

ঘটিনাটি ঘটেছে নাটরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামে। মেয়ে সাদিয়া ইসলাম শিমুর দায়ের করা করা শিশু নির্যাতন মামলায় রোববার (২৮ জুন) বিকালে বাবা সাইফুল ইসলামসহ উভয়কে আদালতে পাঠায় পুলিশ।

এ বিষয় গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে দশম শ্রেণির ছাত্রী শিমু প্রেম করে ৪ মাস আগে পালিয়ে বিয়ে করে প্রতিবেশী মাসুদ রানাকে। শিমুর বাবার দায়ের করা অপহরণ মামলার পর পুলিশ ঢাকা থেকে তাদের উদ্ধার করে। জেলহাজতে পাঠানো হয় শিমুর স্বামী ও শ্বশুরকে। আদালতের মাধ্যমে শিমুকে শর্তসাপেক্ষে তার বাবার হেফাজতে দেয়া হয়। মেয়েকে হাতে পেয়েই ঘরে শিকলবন্দি করেন বাবা সাইফুল।

এ অপরাধে সাদিয়া ইসলাম শিমু একমাস ঘরে শিকলবন্দি এ খবর প্রকাশ হওয়ায় পুলিশ শনিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। পরে শিকলবন্দি অবস্থায় শিমুকে উদ্ধার করেন তারা। আটক করা হয় তার বাবাকে।

বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা পারভিনের আদালতে বাবা ও মেয়েকে হাজির করে পুলিশ। বিচারক শিমুকে নিরাপত্তা হেফাজতে রাখার ও সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর