পিইসি ও জেএসসি সমমান পরীক্ষা বাতিলের প্রস্তাব

চলমান করোনা পরিস্থিতিতে এই বছরের পিইসি ও জেএসসি সমমান পরীক্ষা বাতিলের প্রস্তাব করা হয়েছে। গতকাল (শনিবার) এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত অনলাইন সেমিনারে এই প্রস্তাব রাখেন অধ্যাপক মনজুর আহমদ।

তিনি বলেন, এ বছরের জন্য পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা যেতে পারে। আলোচনা করে পরে তা চালু করা যায়।

উক্ত অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সেমিনারে চলতি শিক্ষাবর্ষকে বাড়িয়ে আগামী মার্চ পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমিয়ে আনার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর