পাপুলের কাছ থেকে ঘুষ নেয়ায় কুয়েতের ২ এমপি আটক

কুয়েতে মানব পাচার ও মানি লন্ডারিং মামলায় কারাবাসে থাকা লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের কাছ থেকে ঘুষ নেয়ার অপরাধে কুয়েতের ২ এমপিকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

দুবাইয়ের সংবাদ মাধ্যম গালফ টাইমস শনিবার (২৭ জুন) তাদের এক প্রতিবেদনে এই খবর জানায়।

খবরে বলা হয়, কুয়েতের দুই এমপি এর আগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের ঘনিষ্ঠ ছিলেন। তাদের বিরুদ্ধে পাপুলের অপকর্মের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এর আগে, কুয়েতের অ্যাটর্নি জেনারেলে এমপি পাপুলকে ২১ দিনের জন্য কারাবন্দি রাখার আদেশ দেন। পাপুলের বিরুদ্ধে মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ এনেছেন তিনি। অভিযোগ প্রমানিত হলে কুয়েতের আইন অনুযায়ী তার ১৫ বছরের জেল হতে পারে বলে জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর