ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

পত্রিকায় সংবাদ প্রকাশ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে।

আজ (শনিবার) ব্যারিস্টার সৌমিত্র সরকার বাদী হয়ে গুলশান থানায় এই মামলাটি দায়ের করেন। মামলা নং-২২। দায়ের করা মামলায় আসামী করা হয়েছে পত্রিকাটির প্রতিবেদক সেলিম সরকারকেও।

মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপলু এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে জড়িয়ে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক ইনকিলাবে। এর জেরে পত্রিকাটির এক প্রতিবেদক ও সম্পাদকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর