করোনার ভয়ে শিকল দিয়ে ছেলেকে বেঁধে রেখেছেন মা

বরিশালের আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত হওয়ার ভয়ে নিজের মাদ্রাসা পড়ুয়া ছেলেকে শিকলে বেঁধে রেখেছেন মা শেফালী বেগম। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার পর এ বিষয়ে বইছে সমালোচনার ঝড়।

জানা যায়, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের রশিদ হাওলাদারের ছেলে ও স্থানীয় হাফেজী মাদ্রাসার ছাত্র গোলাম রাব্বানী (৮) চলমান করোনা পরিস্থিতিতেও ঘরে থাকছে না। বাড়ির কারও কথা না মেনে গতকালও (বৃহস্পতিবার) সারাদিন বাইরে ঘুরে ঘুরে সন্ধ্যার পরে বাড়ি ফিরেছে।

তার বাইরে যাওয়া থামাতে শুক্রবার (২৬ জুন) সকালে তার মা শেফালী বেগম রাজিহার-গৌরনদী সড়কের রাংতা ব্রিজের কাছের একটি চায়ের দোকানে মাদরাসা ছাত্র গোলাম রাব্বানীকে শিকল দিয়ে বেঁধে রাখেন।

এ ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন বলেন, ছোট ছেলে ঘুরে বেড়ালেও তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যাবে না। বেঁধে রাখা হলেও সেটি হবে অমানবিক। ঘটনাস্থলে গিয়ে দেখে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর