করোনার কারণে তৃতীয়বারের মত বিয়ে পেছালো ডেনমার্কের প্রধানমন্ত্রীর

মহামারি করোনার কারণে বিয়ে পিছিয়ে নেয়া হলো ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের। দেশের চলমান পরিস্থিতিতে বৈঠকের কার্বনে তৃতীয়বারের মত তার বিয়ে পেছানো হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।

এ বিষয়ে নিজের ফেসবুকে প্রেমিকের সঙ্গে একটি ছবি আপলোড করে তিনি লিখেন, আমি এই সেরা মানুষটিকে বিয়ে করার জন্য অধীর আগ্রয়ে অপেক্ষা করছি। কিন্তু এটা কিছুতেই সহজে হচ্ছে না। এবার একটা বড় মিটিং চলে এল সামনে। জুলাই মাসের ঠিক যে শনিবারটিতে আমাদের বিয়ের তারিখ ছিল, ওইদিনই ব্রাসেলসে একটি জরুরি মিটিং হবে। দেশের জন্য আমায় সে মিটিংয়ে যেতে হবে। তাই আমি আবার পরিকল্পনা বদল করলাম।

আগামী ১৭-১৮ জুলাই ইউরোপিয় কাউন্সিলের ওই মিটিং অনুষ্ঠিত হবে। ২৭ জন রাষ্ট্র ও সরকারপ্রধান নিয়ে এই মিটিং হবে ব্রাসেলসে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর