বেতারের উপ-মহাপরিচালক সালাহউদ্দিন আহমেদের অবস্থা আশঙ্কাজনক

বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগের তুলনায় শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বিসিএস (তথ্য) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, করোনার উপসর্গ দেখা দিলে সালাহউদ্দিন আহমেদ ও তার স্ত্রী গত ১২ জুন নমুনা পরীক্ষা করতে দেন। রবিবার (১৪ জুন) তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর