সাভারে পোশাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

ঢাকার সাভারে একটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস টিএন্ডডি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বিশ্বাস গার্মেন্টস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ সায়েমের নেতৃত্বে পরিচাললিত হয়।

এব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ সায়েম বলেন, রাজফুলবাড়িয়া এলাকার বিশ্বাস গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ কারখানার পাশ দিয়ে যাওয়া তিতাসের মূল লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কারখানায় উৎপাদন করে আসছিলো। বৃহস্পতিবার (৯ মে) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই পোশাক কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগকারী ওই পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় তিতাসের উপ-ব্যবস্থাপক মাহমুদ হাসান, সহ ব্যবস্থাপক আব্দুল মান্নান, কামরুল হাসান সেলিম, সাকিব বিন আব্দুল হান্নানসহ তিতাসের চল্লিশ সদস্যের কারিগরি টিমের সদস্য সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ওই পোশাক কারখানার মালিক কারখানার ভিতরে গ্যাস সিলিন্ডারের বোতল রেখেছিলো অবৈধ গ্যাস সংযোগ আড়াল করতে। তারা স্থানীয়দের কাছে বলতো তারা সিএনজি পাম্প থেকে গ্যাস কিনে এনে কারখানা চালান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর