সকল সরকারী চাকরীর পরীক্ষা নভেম্বরে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মহামারী করোনাকালে সরকারী চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। স্থগিত হয়ে থাকা সকল সরকারী চাকরির পরীক্ষা আগামী নভেম্বরে হবে বলে তিনি জানান।

আজ (মঙ্গলবার) একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি এই তথ্য জানান।

তিনি জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে। সব সরকারি চাকরি পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে এবং শেষও হবে নভেম্বরে।

গত ৮ মার্চ দেশে প্রথম মহামারি করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমন রোধে মার্চ, এপ্রিল, মে ও জুন এই চার মাসে সরকারি চাকরির কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যার ফলে সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ অনেকগুলো সরকারি চাকরি পরীক্ষা প্রক্রিয়া আপাতত থেমে আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর