বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের নবীনবরণ ও ইফতার মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের নবীনবরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ সংলগ্ন ‘ধুমকেতু’ মাঠে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ, একোয়াকালচার বিভাগের প্রধান অধ্যপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও সহযোগী অধ্যাপক ড. তানভীর রহমান এবং বাকৃবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম। এছাড়াও মাৎস্য বিজ্ঞান অনুষদের চার বর্ষের প্রায় সাড়ে তিনশত জন শিক্ষার্থী ওই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে ফুল দিয়ে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রবীণ শিক্ষার্থীরা। ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর