ভারতের সীমান্ত ঘেঁষে রেললাইন বসাচ্ছে চীন

চলমান সংঘাত আর উত্তেজনার মাঝেই ভারতের অরুনাচল প্রদেশের সীমান্ত ঘেষে রেলপথ নির্মাণের কাজ শুরু করেছে চীন। এই ইস্যুতে আবারও দুই দেশের মাঝে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতের গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, অরুণাচল সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে চীনের রেলপথ নির্মাণ নিয়ে নতুন মাথাব্যথা তৈরি হয়েছে ভারতের। তিব্বতের ইয়ারলুং তাসানজোংপ এবং সিয়াং অঞ্চলের মধ্যে রেলব্রিজ নির্মাণ করা হচ্ছে। এর আগে অনেকবার অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে এসেছে।

গত ডিসেম্বরে অরুনাচল প্রদেশে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সফরের তীব্র বিরোধিতা করেছিল চীন। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের সীমান্ত সংঘাত মেটাতে প্রায় ২১ দফা বৈঠক হয়েছে।

এরই মাঝে অরুণাচল সীমান্ত পর্যন্ত চীনের রেললাইন নির্মাণ নতুন করে ভারত-চীন মধ্যে উত্তেজনার সৃষ্টি করছে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর