হঠাৎ কালবৈশাখী তাণ্ডবে লন্ডভন্ড নেত্রকোনা

জেলার আটাপাড়ায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বেশকয়েকটি গ্রামের অসংখ্য গাছপালা, কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত পারিবারের সদস্যরা। বুধবার গভীর রাতে নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমিশিয়া ইউনিয়নের ১২টি গ্রামের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এতে লন্ডভন্ড হয়ে গেছে অসংখ্য গাছপালা, কাঁচা ঘরবাড়িসহ দোকান পাট।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই গরম বাতাস বইতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডব শুরু হয়। এতে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া, ঘাগড়া, রূপচন্দ্রপুর, সুতারপুরসহ বেশকটি গ্রামের কাঁচা ঘরবাড়ি, দোকানপাট বিধ্বস্ত হয়। উপরে পরে অসংখ্য গাছপালা। ছিড়ে পড়ে বিদ্যুতের তার। বিছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।

এছাড়াও, ঝড়ের সময় ঘর ও গাছের নিচে চাপা পড়ে আহত হন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয় হয়। নেত্রকোনা অটপাড়া সড়কের ওপর গাছ পরে থাকায় যোগাযোগ ব্যাবস্থা রয়েছে বন্ধ। সিএনজি ব্যাবসায়ীরা আদায় করছেন বেশি ভাড়া। এদিকে সবকিছু হারিয়ে মানবেতর হয়ে পড়েছে ক্ষত্রিগ্রস্থ দরিদ্র পরিবারগুলো। জরুরি ভিত্তিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। তবে ক্ষতিগ্রস্থের সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, তার নিজের এলাকাতেই ২৭০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনব্যাপী পুরো ওয়ার্ডের তালিকা করা হচ্ছে।

এদিকে, স্বরমুশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, ইউনিয়নের রূপচন্দ্রপুর, কোনাপাড়া, হরিপুর, ভবানিপুর, সুতারপুর, ঘাগড়া, মোস্তফাপুর, গিডুয়ারি, আড়াগাও, দেশিওড়া ও অভয়পাশা গ্রামের বহু ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। তিনি তাদের তালিকা তৈরি করছেন। এমন দুর্যোগে তাদের পাশে থাকারও আশ্বাস প্রদান করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর